Nusrat Jahan News: ‘সন্তান হারিয়ে শোক ভুললেন?’ সপাটে জবাব নুসরতের
অনেকেরই মনে হয়েছিল, নুসরতের ওই কান্নাকাটি, ওই শোক আদপে লোকদেখানো। এবার সেই সব কটাক্ষের কড়া জবাব দিলেন নুসরত।
‘আদিপুরুষ’-এ চমক
১৬ জুন মুক্তি পাচ্ছে প্রভাসের আগামী ছবি ‘আদিপুরুষ’। তবে এবার নয়া নিয়ম জারি হল এই ছবির টিমের তরফে। প্রতিটা সিনেমাহলেই একটি করে আসন সংরক্ষিত থাকবে হনুমানজি অর্থাৎ বজরঙ্গবলীর নামে। প্রভাসের কথায়, “এটা আদিপুরুষ টিমের বিশ্বাস, যেখানে রাম সেখানেই হনুমানজির অবস্থান।”
মা হচ্ছেন স্বরা
এই ফেব্রুয়ারিতেই আইনি বিয়ে সেরেছিলেন স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির মহারাষ্ট্র ও মুম্বইয়ের যুব সংগঠনের সভাপতি ফাহাদ আহমেদকে বিয়ে করেছিলেন তিনি। সামাজিক বিয়ে সেরেছিলেন মার্চ মাসে। এবার সংসারে আসছে নতুন অতিথি। বেবিবাম্পের ছবি শেয়ার করে স্বরা লেখেন, “কখনও-কখনও তোমার যাবতীয় প্রার্থনার উত্তর মেলে একসঙ্গে, আমি আশীর্বাদধন্যা, ভীষণ উত্তেজিত। নতুন এক পৃথিবীতে প্রবেশ হচ্ছে আমাদের।”
জবাব দিলেন নুসরত
নুসরত জাহান– দু’দিন আগেই হারিয়েছেন পোষ্য হ্যাপিকে। ইনস্টাগ্রামে করেছিলেন আবেগঘন পোস্ট। গতকাল অর্থাৎ সোমবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষেই একটি পোস্ট করেছিলেন নুসরত। ছোট পোশাকে তাঁর সেই ছবি দেখে উড়ে এসেছিল কটাক্ষ। অনেকেরই মনে হয়েছিল, নুসরতের ওই কান্নাকাটি, ওই শোক আদপে লোকদেখানো। এবার সেই সব কটাক্ষের কড়া জবাব দিলেন নুসরত।
আরিয়ানের ওটিটি-তে রণবীর
আরিয়ান খান এখন ব্যস্ত তাঁর আগামী ওটিটি সিরিজের কাজ নিয়ে। সিরিজের নাম ‘স্টারডাম’। সেই সিরিজেই ক্যামিও চরিত্রে অভিনয় করলেন রণবীর কাপুর। সদ্য হয়ে গেল সেই শুটিং। তালিকায় রয়েছেন শাহরুখ খানও। যদিও তাঁর শুট এখনও বাকি, বলিউড সূত্রে এমনটাই খবর।
কাকে বিদায় সুস্মিতার?
‘আরিয়া’র তৃতীয় সিজন চলাকালীনই হার্ট অ্যাটাক হয়েছিল সুস্মিতা সেনের। যদিও সেরে উঠেই কাজে ফিরেছিলেন তিনি। এ বার ‘আরিয়া’-কেই বিদায় জানালেন সুস্মিতা। শেষ হল শুটিং।
বিতর্কে ‘অজমেঢ় ৯২’
১৯৯২ সালে অজমেঢ়ে এক গণধর্ষণকাণ্ডের উপর নির্মিত ছবি ‘অজমেঢ় ৯২’। এবার বিতর্কের মুখে এই ছবি। অভিযোগ, সমাজে বিভেদ তৈরি করতে পারে এই ছবি। তাই এই ছবিকে নিষিদ্ধ করার দাবি তুলল জামিয়াত-উলেমা-ই-হিন্দ।
দাম কমল ‘দ্য কেরালা স্টোরির’
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে জলঘোলা কম হয়নি। এখনও পর্যন্ত বক্স অফিসে ২৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। প্রায় এক মাস পার হতেই ছবিটির দাম কমল এল ধাক্কায়। এবার থেকে ৯৯ টাকা দিলেই দেখা যাবে এই ছবি।
গৌরীর বিয়ে?
সদ্য মাধ্যমিক পাশ করেছে মোহনা মাইতি, ‘গৌরী এলো’ ধারাবাহিকের মুখ্যচরিত্র। এরই মাঝে বিয়ে? সদ্য এক রিয়্যালিটি শোয়ে এসে এমনটাই জানালেন তার সহ-অভিনেতা বিশ্বরূপ। তিনি মজার ছলেই জানান, পাশ করেই বিয়ে, এই পথেই নাকি এগোচ্ছে গৌরী। যদিও সবটা শুনে বেজায় অবাক হয়ে যায় মোহনা।
রাজনীতিতে আসছেন দিতিপ্রিয়া?
রাজনীতিতে পা রাখতে চলেছেন দিতিপ্রিয়া রায়? সদ্য মুক্তি পেয়েছে তাঁর নয়া ওটিটি সিরিজ ‘রাজনীতি’। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই জানান, তিনি রাজনীতিতে আসার কথা এখনও ভাবেননি। খুব একটা ইচ্ছেও নেই। পরবর্তীর কথা তিনি জানেন না।