Bomb Blast: ফের বাংলায় বোমায় বিপন্ন শৈশব, ভয়ঙ্কর ঘটনা বাসন্তীতে
Basanti Case: স্থানীয় সূত্রে খবর, জমি বিবাদকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। এলাকারই দুই পরিবারের মধ্যে বিগত কয়েকদিনে চরমে উঠেছিল ঝামেলা। তার মধ্য়ে এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলেও। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
বাসন্তী: ভোটমুখী বাংলায় বোমা বিস্ফোরণ। ফের বোমায় বিপন্ন শৈশব। বাসন্তীতে বোমা বিস্ফোরণে জখম দশ বছরের কিশোর। গুরুতর জখম চতুর্থ শ্রেণির ছাত্র। ভর্তি এসএসকেএম হাসপাতালে স্থানীয় আনার শেখের বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণ বলে খবর। স্থানীয় সূত্রে খবর, জমি বিবাদকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। এলাকারই দুই পরিবারের মধ্যে বিগত কয়েকদিনে চরমে উঠেছিল ঝামেলা। তার মধ্য়ে এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলেও। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।