Malda News: ঘরের মধ্যে ঢুকল গাড়ি, পিষে শেষ করে দিল ৬ বছরের ছোট দীপকে

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 29, 2025 | 9:06 PM

Accident: সেই সময় ঘরের ভিতর ছিল ছয় বছরের ছোট্ট দীপ পোদ্দার। অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তারপরই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। পিষে দেয় ছোট্ট শিশুটিকে। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হন শিশুর বাবা রতন পোদ্দার ও তাঁর মা বিন্দু পোদ্দার।  

ভয়াবহ দৃশ্য মালদহে। ঘরের মধ্যে থাকা শিশু সহ পুরো পরিবারকে পিষে দিল গাড়ি। পরে গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে শিশুর বাবা ও মা। মালদহর ইংরেজবাজার থানার কোতুয়ালির আরাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বুধবার একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরাপুর এলাকায় একটি গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় ঘরের ভিতর ছিল ছয় বছরের ছোট্ট দীপ পোদ্দার। অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তারপরই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। পিষে দেয় ছোট্ট শিশুটিকে। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হন শিশুর বাবা রতন পোদ্দার ও তাঁর মা বিন্দু পোদ্দার।