চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত এক, পরিবার বলছে…
দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতু হল একজনের। মৃতের নাম গৌরহরি গঙ্গোপাধ্যায়। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই বাজি কারখানায় বিস্ফোরণে মোট ৪ জন আহত হন। তার মধ্যে গৌরহরি গঙ্গোপাধ্যায়-সহ ২ জনকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন গতকাল রাতে বছর পঁয়তাল্লিশের গৌরহরির মৃত্যু হয়। গৌরহরির পরিবারের বক্তব্য, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। বিস্ফোরণ কীভাবে হল, তা তাঁদের জানা নেই। এদিকে, বাজি কারখানায় বিস্ফোরণের পর রবিবার কার্যত হাড়াল বাজি বাজার একেবারে শুনশান চেহারা নিয়েছে। সমস্ত বাজি দোকান বন্ধ। এলাকায় ক্রেতা বিক্রেতার দেখা নেই। আর এই ঘটনার পর কবে যে ব্যবসা চালু হবে, তা নিয়েও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বাজি ব্যবসায়ীরা।
দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতু হল একজনের। মৃতের নাম গৌরহরি গঙ্গোপাধ্যায়। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই বাজি কারখানায় বিস্ফোরণে মোট ৪ জন আহত হন। তার মধ্যে গৌরহরি গঙ্গোপাধ্যায়-সহ ২ জনকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন গতকাল রাতে বছর পঁয়তাল্লিশের গৌরহরির মৃত্যু হয়। গৌরহরির পরিবারের বক্তব্য, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। বিস্ফোরণ কীভাবে হল, তা তাঁদের জানা নেই।
এদিকে, বাজি কারখানায় বিস্ফোরণের পর রবিবার কার্যত হাড়াল বাজি বাজার একেবারে শুনশান চেহারা নিয়েছে। সমস্ত বাজি দোকান বন্ধ। এলাকায় ক্রেতা বিক্রেতার দেখা নেই। আর এই ঘটনার পর কবে যে ব্যবসা চালু হবে, তা নিয়েও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বাজি ব্যবসায়ীরা।
Published on: Jan 11, 2026 03:59 PM