Kolkata News: তিহাড় থেকে প্যারলে ছাড়া পেতেই সিরিয়াল কিলার এসে গা ঢাকা দিল কলকাতায়!
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সহরাব। আজ তাঁকে পার্কস্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্যারলে ছাড়া পায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না তাঁর। এরপর দিল্লির স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপ্রদেশে ছটি খুনের মামলা ছিল।
তবে কি কলকাতা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল? কারণ, সেই উত্তর প্রদেশ থেকে পালিয়ে এসে কলকাতায় গা ঢাকা দুষ্কৃতীর। দিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ছটি খুনের ঘটনায় অন্যতম ছিলেন এই ব্যক্তি। তাঁকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সহরাব। আজ তাঁকে পার্কস্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্যারলে ছাড়া পায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না তাঁর। এরপর দিল্লির স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপ্রদেশে ছটি খুনের মামলা ছিল।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
