Balurghat News: টোটো একাধির রুটে ওয়ান ওয়ে
বালুরঘাট শহরে যানজট কমাতে একাধিক রুটে টোটো ওয়ান ওয়ে করা হচ্ছে৷ এছাড়াও শহরের সাড়ে তিন নম্বর মোড় থেকে ডানলোপ মোড় পর্যন্ত টোটো মুক্ত করা হবে। কোন দিক থেকে টোটো চলবে সেই সব খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা খতিয়ে দেখলেন জেলা পুলিশ প্রশাসন ও বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ।
বালুরঘাট শহরে যানজট কমাতে একাধিক রুটে টোটো ওয়ান ওয়ে করা হচ্ছে৷ এছাড়াও শহরের সাড়ে তিন নম্বর মোড় থেকে ডানলোপ মোড় পর্যন্ত টোটো মুক্ত করা হবে। কোন দিক থেকে টোটো চলবে সেই সব খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা খতিয়ে দেখলেন জেলা পুলিশ প্রশাসন ও বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিক ওসি বৃতিসুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
বালুরঘাট চকভৃগু ও থানা মোড় এলাকা থেকে আসা টোটো আন্দোলন সেতু পার করে আত্রেয়ী খাঁড়ি সংলগ্ন বাঁধের রাস্তা দিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে উঠতে পারবেন টোটো চালকরা৷ আবার বিশ্বাসপাড়া এলাকা থেকে আসা টোটো সাড়ে তিন নম্বর মোড়, কাঠালপাড়া হয়ে ডানলোপ মোড়ে উঠবে। যার ফলে সাড়ে তিন নম্বর থেকে ডানলোপ পর্যন্ত রাস্তায় সব থেকে বেশি যানজট হয়। সেই জায়গা থেকে এই উদ্যোগ পুরসভা ও প্রশাসনের। কারো যাতে অসুবিধা না হয় সব দিক ভাবনা চিন্তা করেই সবটা করা হবে। আর এটা শুধু পুজোর জন্য নয়, সারা বছর এই ভাবে টোটো চলাচল করবে বলেই পুরসভা ও পুলিশের তরফে জানানো হয়েছে।