Delhi Blast: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে শাহিনকে নিয়ে ভয়াবহ তথ্য এল প্রকাশ্যে

Nov 12, 2025 | 11:18 PM

তদন্তকারীরা মনে করছেন রেজিস্ট্রার খাতায় যা লেখা হত তা আদৌ হত না। তদন্তকারীরা সব সরিয়ে ফেলত। উল্লেখ্য, দিল্লিতে সোমবার যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তাতে গ্রেফতার হয়েছে এই শাহিন। যে কি না একজন জঙ্গি চিকিৎসক। আর তাকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে ক্রমশ।

দু বছর ধরে বিস্ফোরক মজুত করছিল শাহিন। বিশ্ববিদ্যালয়ে প্রায়শই দেখা করত শাহিন আর ওমর। আরও বড় কোনও হামলার ছক কষেছিল তারা। তদন্তকারীরা মনে করছেন রেজিস্ট্রার খাতায় যা লেখা হত তা আদৌ হত না। তদন্তকারীরা সব সরিয়ে ফেলত। উল্লেখ্য, দিল্লিতে সোমবার যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তাতে গ্রেফতার হয়েছে এই শাহিন। যে কি না একজন জঙ্গি চিকিৎসক। আর তাকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে ক্রমশ।