মাত্র ১০ হাজার টাকা বেতন, তাও ৪ মাস ধরে পাচ্ছেন না!

|

Jan 19, 2026 | 2:24 PM

Sishu Siksha Kendra: চার মাস ধরে ভাতা আটকে পুরসভার শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের।  ভাতা না পেয়ে ‘নুন আনতে পান্তা ফুরোচ্ছে’ কর্মীদের। সাম্মানিক মাত্র ১০ হাজার টাকা। সেটাও বিগত মাস ধরে আটকে রয়েছে! সর্বশিক্ষা মিশনের বেহাল ছবি ফুটে উঠল রাজ্যে।

চার মাস ধরে ভাতা আটকে পুরসভার শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের।  ভাতা না পেয়ে ‘নুন আনতে পান্তা ফুরোচ্ছে’ কর্মীদের। সাম্মানিক মাত্র ১০ হাজার টাকা। সেটাও বিগত মাস ধরে আটকে রয়েছে! সর্বশিক্ষা মিশনের বেহাল ছবি ফুটে উঠল রাজ্যে। শিশু শিক্ষা কেন্দ্রগুলি পুরসভা ও পঞ্চায়েতের অধীনে। দুটি ক্ষেত্রেই শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী ও সহায়কদের সাম্মানিক অতি সামান্য। সেই ভাতাও নিয়মিত পাওয়া যাচ্ছে না। অভিযোগ, রাজ্য বনাম কেন্দ্রের সংঘাতের কারণেই টাকা আটকে রয়েছে। মাশুল গুনতে হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী ও সহায়কদের।