‘আমাদের আত্মীয়রা ওপারে আছে, ওরা খুব আতঙ্কে’, এপারে তটস্থ বাংলাদেশিরা!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2025 | 8:27 PM

জানা গিয়েছে, ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাশ নামের এক হিন্দু যুবককে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। তারপর মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। লোকজন দাড়িয়ে দেখে সেই নারকীয় হত্যালীলা।

বাংলাদেশ: বাংলাদেশে নৃশংসতার নজিরবিহীন ঘটনা। ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। সেখানেও সংখ্যালঘু হিন্দুদেরই নিশানা? অভিযোগ, বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়। জানা গিয়েছে, ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাশ নামের এক হিন্দু যুবককে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। তারপর মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভয়ে সিঁটিয়ে রয়েছেন সংখ্যালঘুরা। ভারতে যাঁরা রয়েছেন, তাঁরা আতঙ্কে রয়েছেন। তাঁদের আত্মীয়দের জন্য চিন্তায় রয়েছেন তাঁরা।