Sreebhumi Durga Puja 2022: বোধনের আগেই উদ্বোধন, মহালয়াতেই শ্রীভূমিতে উপচে পড়া ভিড়

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Sep 26, 2022 | 7:37 PM

Sreebhumi Durga Puja: শ্রীভূমীর ভিড় এড়াতে ও ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে সাধারণ মানুষ আগেই চলে এসেছেন। শহর কলকাতাই শুধু না, পূর্ব মেদিনীপুরের কাঁথি, বারাসাত সহ দূর-দূরান্ত থেকেও মানুষ এসেছে শ্রীভূমীর পুজো দেখতে। মানুষের ভিড়ের প্রভাব পড়েছে রাস্তাতেও।