Parliament Attack Reaction In Kolkata: সংসদ ভবনের আতঙ্কের ছাপ কলকাতায়
সংসদ ভবনে হানা। কঠোর নিরাপত্তা থাকার পরও কীভাবে তাঁরা প্রবেশ করল সেখানে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সেই নিরাপত্তাহীনতায় ভুগছে কলকাতাবাসীও।
সংসদ ভবনে হানা। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। সংসদ ভবনে ২ জন যুবক প্রবেশ করে। তাঁদের হাতে ছিল স্মোক বম্ব। অধিবেশনের সময় তাঁরা হামলা চালায়। চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। হুড়োহুড়ি শুরু হয় সংসদ ভবনে। আতঙ্ক ছড়ায় সংসদ ভবনে। তবে বৃহস্পতিবার এই হামলার পরিকল্পনা ছিল দুষ্কৃতিদের। কঠোর নিরাপত্তা থাকার পরও কীভাবে তাঁরা প্রবেশ করল সেখানে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সেই নিরাপত্তাহীনতায় ভুগছে কলকাতাবাসীও। কলকাতার নানা জায়গার মানুষের সঙ্গে কথা বলে টিভি নাইন বাংলা। আম জনতার মতে, সংসদ ভবনে যদি দুষ্কৃতিরা এইভাবে প্রবেশ করে যায়,তাহলে তাঁদের নিরাপত্তা কোথায়? তাঁদের চোখে মুখে আতঙ্কের সেই ছাপ স্পষ্ট। সামনেই উৎসবের মরশুম। সেজে উঠবে কলকাতা। প্রশাসনের উচিত খুব দ্রুত ব্যবস্থা নেওয়া।