Partha Chatterjee: ৩ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি, অবশেষে জেল-মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর
Partha Chatterjee News: সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও নির্দেশ ছিল গ্রুপ সি মামলায় নির্দিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন। এদিনই সেই প্রক্রিয়া শেষ হয়। তারপরই বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ ওর্ডার ইস্যু করেন।
অবশেষে জেল-মুক্তি পার্থ চট্টোপাধ্য়ায়ের। ৩ বছরের বেশি সময় জেলেই ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর ঘরওয়াপসি এখন শুধু সময়ের অপেক্ষা। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও নির্দেশ ছিল গ্রুপ সি মামলায় নির্দিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন। এদিনই সেই প্রক্রিয়া শেষ হয়। তারপরই বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ ওর্ডার ইস্যু করেন। তবে তিনি অসুস্থ থাকায় তিনি বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ।