PayTm-এর নতুন স্ট্র্যাটেজি, সেবির অনুমোদনের পর বাড়ল শেয়ারের দাম!
PayTm: এবার থেকে শেয়ার বাজারের বিশ্লেষণ ও তা নিয়ে অনুসন্ধান করার এই সার্ভিস পেটিএম মানি অ্যাপে অন্তর্ভুক্ত করা হবে। আর এই খবর সামনে আসার পরই চড়চড়িয়ে বেড়েছে সংস্থার শেয়ারের দাম।
এবার থেকে শেয়ার বাজারের বিশ্লেষণ ও তা নিয়ে অনুসন্ধান করার এই সার্ভিস পেটিএম মানি অ্যাপে অন্তর্ভুক্ত করা হবে। আর এই খবর সামনে আসার পরই চড়চড়িয়ে বেড়েছে সংস্থার শেয়ারের দাম। উল্লেখ্য, মার্চের শুরুতেই ইক্যুইটি ট্রেডিং অ্যাপে স্বয়ংক্রিয় পেমেন্ট ডিডাকশন সিস্টেম লঞ্চ করেছে পেটিএম।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Latest Videos