Pujoy Pulse: দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি

Dec 01, 2024 | 10:05 PM

Pujoy Pulse: রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় পুজোয় পালসের গাড়ি। ২২টি শহরে পুজোয় পালসের গাড়ি ঘোরে। ভিড় করেন পথচলতি মানুষ। পালস ক্যান্ডিতে মজেন সবাই। পুরস্কারও জিতেছেন। আবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীদের সম্মানিত করা হয়েছে।

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর কয়েকদিন মেতে ওঠেন আপামর বাঙালি। সেই দুর্গাপুজোয় বাড়তি স্বাদ এনে দিয়েছে টিভি৯ বাংলার পুজোয় পালস। গতবছর প্রথম পুজোয় পালসের আয়োজন করেছিল টিভি৯ বাংলা। সঙ্গী ছিল ধরমপাল-সত্যপাল ফুড লিমিটেড। গত বছরের সাফল্যের পর এবার ফের পুজোয় পালসের আয়োজন করা হয়।

রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় পুজোয় পালসের গাড়ি। ২২টি শহরে পুজোয় পালসের গাড়ি ঘোরে। ভিড় করেন পথচলতি মানুষ। পালস ক্যান্ডিতে মজেন সবাই। পুরস্কারও জিতেছেন। আবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীদের সম্মানিত করা হয়েছে।

মানুষের মনের পালস যেমন বোঝে টিভি৯ বাংলা। তেমনই মানুষের জিভে নতুন স্বাদ পৌঁছে দিতে এবার ধরমপাল-সত্যপাল ফুড লিমিটেডের নতুন সংযোজন ছিল পালস গোলমোল ইমলি ক্যান্ডি। তেঁতুলের টক-ঝাল স্বাদ। পুজোয় পালসে ছিল চমক ও নস্ট্যালজিয়ার ছোঁয়া।

ডিএস গ্রুপের সেলস হেড(ইস্ট) মানস ঘোষ বলেন, “মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে গতবছর টিভি৯-র সঙ্গে হাত মিলিয়ে পুজোয় পালস শুরু করেছিলাম। প্রথম বছর বিপুল সাড়া পাওয়ার পর এবার আবার এই পুজোয় পালসের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।” পুজোয় পালসের প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকে পুরস্কার জিতে নেন। তেমনই রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীদের সম্মানিত করা হয়।

 

Published on: Dec 01, 2024 10:03 PM