AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CAA-তে যারা আবেদন করেছেন, তারা SIR-এ নাম তুলতে পারবেন?

CAA-তে যারা আবেদন করেছেন, তারা SIR-এ নাম তুলতে পারবেন?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 08, 2025 | 6:13 PM

Share

SIR: সিএএ-তে আবেদনের রসিদকে যাতে এসআইআরের ক্ষেত্রে অনুমোদন করা হয়, হাইকোর্টে সেই আবেদন জানাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে সোমবার আবেদনের শুনানির সম্ভাবনা।

SIR আবহে সিএএ নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন। যারা সিএএ-তে আবেদন করেছেন, তাঁরা কি এসআইআর-এ নাম তুলতে পারবেন? উঠছে এই প্রশ্ন। এবার সিএএ-তে আবেদনকারীরা যাতে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে পারেন, তার জন্য আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে। সিএএ-তে আবেদনের রসিদকে যাতে এসআইআরের ক্ষেত্রে অনুমোদন করা হয়, হাইকোর্টে সেই আবেদন জানাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে সোমবার আবেদনের শুনানির সম্ভাবনা। আবেদনে বলা হয়, বহু মানুষ ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদন করেছেন। সেই আবেদনের রসিদকে এসআইআর-র ক্ষেত্রে অনুমোদন করা হোক। সেই আবেদনের রসিদগুলি যদি এসআইআর-এ গ্রহণযোগ্যতা না পায়, তাহলে আবেদনকারীরা নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন বলে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আইনজীবী সওয়াল করেন।