Vande Mataram: কেন বন্দেমাতরমের গুরুত্বপূর্ণ পংক্তি বাদ দেওয়া হয়েছিল?

|

Nov 07, 2025 | 2:36 PM

PM Narendra Modi: এ দিন নয়া দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দেমাতরম গান নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, "আজকের যুব সমাজের এই সত্যিটা জানা উচিত যে ১৯৩৭ সালে এই গানের গুরুত্বপূর্ণ অংশ কেটে বাদ দেওয়া হয়েছিল।"

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি হল আজ। প্রধানমন্ত্রী মোদী এই উপলক্ষে একটি বিশেষ স্ট্যাম্প ও কয়েন উদ্বোধন করেন। এ দিন নয়া দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দেমাতরম গান নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, “আজকের যুব সমাজের এই সত্যিটা জানা উচিত যে ১৯৩৭ সালে এই গানের গুরুত্বপূর্ণ অংশ কেটে বাদ দেওয়া হয়েছিল।” তিনি বলেন যে তৎকালীন কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তের পিছনে দেশভাগের মানসিকতা ছিল, কারণ মুসলিম গোষ্ঠী বাদ দেওয়া ওই পংক্তি নিয়ে আপত্তি করেছিল।

Published on: Nov 07, 2025 02:35 PM