PM Narendra Modi: কৃষক-মৎসজীবীদের জন্য সুবিধা করবে এই নয়া চুক্তি, বোঝালেন প্রধানমন্ত্রী
Free Trade Deal: এ দিন বাজেট অধিবেশনের আগে সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আত্মনির্ভর ভারত আশার কিরণ। এই অর্থবর্ষের শুরুতেই ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য নীতি সাক্ষর হয়েছে। এই মুক্ত বাণিজ্য নীতি আত্মনির্ভর ভারত। এই বাণিজ্য নীতি দেশের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে ম্যানুফাকচারারদের।"
এ দিন বাজেট অধিবেশনের আগে সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আত্মনির্ভর ভারত আশার কিরণ। এই অর্থবর্ষের শুরুতেই ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য নীতি সাক্ষর হয়েছে। এই মুক্ত বাণিজ্য নীতি আত্মনির্ভর ভারত। এই বাণিজ্য নীতি দেশের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে ম্যানুফাকচারারদের। আপনাদের সামনে অনেক বড় দরজা খুলে গিয়েছে। এটা খুব ভাল সুযোগ। আমাদের গুণমানের উপরে জোর দিতে হবে কারণ এই গুণমানের জোরেই সকলের মন জিতে নেওয়া যায় এবং দশকের পর দশক ধরে ওই পণ্যে বিশ্বাস থাকে। এই কারণে ২৭টি দেশের সঙ্গে হওয়া এই চুক্তি আমাদের দেশের কৃষক, মৎসজীবীদের জন্য নানা সুযোগ সুবিধা আনবে।”