নতুন বছরের শুরুতেই ফের রাজ্যে মোদী, কী বার্তা দেবেন?
নতুন বছরের শুরুতে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির ১৭ কিংবা ১৮ তারিখ মালদহে সভা করতে পারেন তিনি। বঙ্গ বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর সভা নিয়ে সবুজ সঙ্কেত মিলেছে। কয়েকদিন আগে নদিয়ায় সভা করতে এসেছিলেন মোদী। কিন্তু, দৃশ্যমানতা কম থাকায় তাঁর হেলিকপ্টার সেখানে নামতে পারেনি। ফলে কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি বার্তা দেন তিনি। এবার মালদহের সাহাপুরে সভা করার কথা তাঁর। ওই সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মালদহে জানুয়ারি মাসে শুধু মোদী নন, বিজেপির একাধিক নেতা সভা করতে পারেন বলে জানা গিয়েছে।
নতুন বছরের শুরুতে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির ১৭ কিংবা ১৮ তারিখ মালদহে সভা করতে পারেন তিনি। বঙ্গ বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর সভা নিয়ে সবুজ সঙ্কেত মিলেছে। কয়েকদিন আগে নদিয়ায় সভা করতে এসেছিলেন মোদী। কিন্তু, দৃশ্যমানতা কম থাকায় তাঁর হেলিকপ্টার সেখানে নামতে পারেনি। ফলে কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি বার্তা দেন তিনি। এবার মালদহের সাহাপুরে সভা করার কথা তাঁর। ওই সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মালদহে জানুয়ারি মাসে শুধু মোদী নন, বিজেপির একাধিক নেতা সভা করতে পারেন বলে জানা গিয়েছে।
