ASHA workers Protest: দিকে দিকে কলকাতাগামী আশাকর্মীদের পুলিশের বাধা, চলছে প্রতিবাদ

| Edited By: জয়দীপ দাস

Jan 21, 2026 | 10:43 AM

ASHA workers Protest News: বুধবার সকালে নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে খাতড়া ব্লকের একাধিক আশা কর্মী একটি গাড়িতে করে খাতড়ার সিমলাপাল রোড এলাকায় জড়ো হয়েছিলেন। সেখানে পৌঁছে তারা জানতে পারেন, কলকাতা যাওয়ার জন্য কোনো বাস যাচ্ছে না।

বাঁকুড়া: খাতড়ার পাম্প মোড়ে পথ অবরোধ আশা কর্মীদের। বুধবার সকালে নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে খাতড়া ব্লকের একাধিক আশা কর্মী একটি গাড়িতে করে খাতড়ার সিমলাপাল রোড এলাকায় জড়ো হয়েছিলেন। সেখানে পৌঁছে তারা জানতে পারেন, কলকাতা যাওয়ার জন্য কোনো বাস যাচ্ছে না। আশা কর্মীদের অভিযোগ, বাস মালিককে ভয় দেখিয়ে প্রশাসনের তরফে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় শতাধিক আশা কর্মী সেখানে আটকে পড়েন।