Hooghly News: সারের কালোবাজারি! দোকানে হানা পুলিশের

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 17, 2023 | 4:55 PM

আলু চাষের মরসুমে সারের কালোবাজারি রুখতে এবার সারের দোকানে হালা দিল পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের DSP (DEB) নিমাই চৌধুরীর নেতৃত্বে পুলিশ আধিকারিকরা আজ হুগলির সিঙ্গুরের একাধিক সারের দোকানে হানা দেয়।

আলু চাষের মরসুমে সারের কালোবাজারি রুখতে এবার সারের দোকানে হালা দিল পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের DSP (DEB) নিমাই চৌধুরীর নেতৃত্বে পুলিশ আধিকারিকরা আজ হুগলির সিঙ্গুরের একাধিক সারের দোকানে হানা দেয়। বেশ কিছু দিন ধরেই সারের কালোবাজরি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে হুগলি জেলার একাধিক ব্লকের সারের দোকান গুলির বিরুদ্ধে।

নির্ধারিত মূল্যের থেকে বেশি দাম নেওয়ার অভিযোগ যেমন উঠেছে তেমনি গোডাউনে সার মজুত রেখে কৃত্রিম চাহিদা তৈরি করে বেশি দামে বিক্রি করার চেষ্টা করা হয়েছে।অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে প্রশাসন। মূলত সারের দাম নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বেআইনি ভাবে সার মজুত আছে কিনা তাও যাচাই করে দেখেন পুলিশ আধিকারিকরা। সারের রেট চার্ট যথাযথভাবে দোকানে ঝুলিয়ে রাখা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হয়।

বিক্রেতাকে পরামর্শ দেওয়া হয় রেট চার্ট প্রকশ্যে ঝুলিয়ে রাখার। এবং মজুত সারের হিসাব ও মিলিয়ে দেখেন আধিকারিকরা। পুলিশ আধিকারিক নিমাই চৌধুরী বলেন, অনেক জায়গায় শোনা যাচ্ছে সারের দাম বেশি নেওয়া হচ্ছে। তাই আজকে আমরা বিভিন্ন দোকানে ঘুরে সমস্ত কিছু যাচাই করে দেখছি। যদি কোন গরমিল সামনে আসে তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব। এবং এই অভিযান সারা জেলা জুড়ে চলবে।