Murshidabad News: এবার রঙিন তাজা বোমা উদ্ধার !
গোপন সূত্রে খবর পেয়ে মাঠ থেকে প্লাস্টিক জার ভর্তি তাজা বোমা উদ্ধার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে সামসেরগঞ্জের চাঁদনীদহ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস বোমা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যাক্তিকে।
গোপন সূত্রে খবর পেয়ে মাঠ থেকে প্লাস্টিক জার ভর্তি তাজা বোমা উদ্ধার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে সামসেরগঞ্জের চাঁদনীদহ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস বোমা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যাক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম জসিম শেখ। তার বাড়ি সামসেরগঞ্জ থানার চাঁদনীদহ গ্রামে।
আজ শুক্রবার ধৃত ব্যাক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এদিকে বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখে বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কি উদ্দেশ্যে বোমা গুলো মজুত রেখেছিল জসিম শেখ নামে ওই ব্যক্তি তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে যে কোনো রকম অঘটন ঘটার আগেই বোমা উদ্ধার এবং সেই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করায় সামসেরগঞ্জ থানার পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।
Latest Videos