Shyama Sundari Kali Temple: ভীষণ জাগ্রত মা, হাজার হাজার ভক্ত আসেন, মৌনী অমাবস্যায় শ্যামাসুন্দরী কালী মন্দিরে কী হল দেখুন…
Shyama sundari Kali Temple: শ্যামাসুন্দরী কালী মন্দির। ভীষণ জাগ্রত এখানের মা। জীবন্ত কালী হিসাবেই পূজিত হন। সেই মন্দিরেই ধুন্ধুমার কাণ্ড। মৌনী অমাবস্যায় ভক্তের ঢল নেমেছিল আমহার্স্ট স্ট্রিটের শ্যামাসুন্দরী কালী মন্দিরে। বাইরে প্রচুর ভক্তের ভিড়, কিন্তু মন্দিরের মূল দ্বার বন্ধ করে দেওয়া হচ্ছিল সন্ধ্যা ৬টাতেই।
শ্যামাসুন্দরী কালী মন্দির। ভীষণ জাগ্রত এখানের মা। জীবন্ত কালী হিসাবেই পূজিত হন। সেই মন্দিরেই ধুন্ধুমার কাণ্ড। মৌনী অমাবস্যায় ভক্তের ঢল নেমেছিল আমহার্স্ট স্ট্রিটের শ্যামাসুন্দরী কালী মন্দিরে। বাইরে প্রচুর ভক্তের ভিড়, কিন্তু মন্দিরের মূল দ্বার বন্ধ করে দেওয়া হচ্ছিল সন্ধ্যা ৬টাতেই। পুজো দিতে না পারায় পুণ্যার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। মন্দিরের সামনেই পুণ্যার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ভক্তরা ইটবৃষ্টি করে। পাল্টা লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করেই চরম উত্তেজনা ছড়িয়েছে।