Patuli Accident: অল্পের জন্য রক্ষা পুলিশকর্মী, পাটুলি মোড়ে মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা
পাটুলি মোড়ে বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। পাথর বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে পুলিশ কিয়স্কে। এতটাই জোরালো ছিল ধাক্কা যে কিয়স্কটি সম্পূর্ণ গুঁড়িয়ে যায়। পুলিশ সূত্রে খবর, রাত প্রায় পৌনে বারোটার সময় বাঘাযতীন থেকে পাটুলির দিকে আসছিল ডাম্পারটি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ি আচমকা […]
পাটুলি মোড়ে বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। পাথর বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে পুলিশ কিয়স্কে। এতটাই জোরালো ছিল ধাক্কা যে কিয়স্কটি সম্পূর্ণ গুঁড়িয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, রাত প্রায় পৌনে বারোটার সময় বাঘাযতীন থেকে পাটুলির দিকে আসছিল ডাম্পারটি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ি আচমকা পাটুলি মোড়ে ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করে। ডাম্পার চালক ছোট গাড়িটিকে বাঁচাতে গিয়ে গতি ও নিয়ন্ত্রণ হারিয়ে বসেন। মুহূর্তেই ডাম্পারটি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা পুলিশ কিয়স্কে।
এই ঘটনার সময় কিয়স্কের আশেপাশে ছিলেন পুলিশকর্মীরা এবং কিছু দোকানদার। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী বলছে প্রত্যক্ষদর্শীরা? দেখুন ভিডিয়ো