Pollution in the Ganges: গঙ্গার জলে পরমাণু বিকিরণের জল্পনা! কী রয়েছে নন্দাদেবীর চূড়ায়?

Dec 17, 2025 | 2:03 PM

Radiation in the Ganga: ওই যে জায়গায় দূষণের খবর সামনে আসেছে, সেই জায়গা খুব সুবিধার নয়। সেই কারণ খুব কম মানুষই জানেন। যদিও সেই কারণকে মাথায় রাখলে সেখানে পরমাণু তেজস্ক্রিয়তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু হঠাৎ সেখানে এই পরমাণু তেজষ্ক্রিয়তার কথা উঠছে কেন?

গঙ্গার জলে নাকি মিশছে তেজস্ক্রিয় পদার্থ। আর তাই নিয়ে জোর জল্পনা। উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের অনেকটা জায়গায় নাকি গঙ্গার জলের মান অনেকই খারাপ, এই তথ্য উঠে এসেছে একাধিক সংস্থার রিপোর্টেই। কেন খারাপ এই জলের মান? কারণ, গঙ্গায় মাত্রাছাড়া দূষণ। কিন্তু কীসের দূষণ?

ওই যে জায়গায় দূষণের খবর সামনে আসেছে, সেই জায়গা খুব সুবিধার নয়। সেই কারণ খুব কম মানুষই জানেন। যদিও সেই কারণকে মাথায় রাখলে সেখানে পরমাণু তেজস্ক্রিয়তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু হঠাৎ সেখানে এই পরমাণু তেজষ্ক্রিয়তার কথা উঠছে কেন? কারণ হিসাবে বলা হচ্ছে ৬০ বছর আগের এক টপ সিক্রেট অপারেশন। হিমালয়ের বুকে হারিয়ে যাওয়া বাক্স রহস্য।

Published on: Dec 17, 2025 02:03 PM