পুকুর পরিষ্কার করতে দেওয়া হয়েছিল ঠিকাদারকে, সে কী করছে দেখুন…
Pond Scam: পুকুর সংস্কারকে ঘিরে দুর্নীতির অভিযোগ। কাজ বন্ধ করে দিলেন ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে রয়েছে জলপাইগুড়ি হাইস্কুল। স্কুলের ঠিক সামনে থাকা পুকুরটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে তা কার্যত পরিণত হয়েছিল পানা পুকুরে।
তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার ১২ নং ওয়ার্ডে থাকা একটি পুকুর সংস্কারকে ঘিরে দুর্নীতির অভিযোগ। কাজ বন্ধ করে দিলেন ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে রয়েছে জলপাইগুড়ি হাইস্কুল। স্কুলের ঠিক সামনে থাকা পুকুরটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে তা কার্যত পরিণত হয়েছিল পানা পুকুরে। পৌরসভার তরফে অমৃত প্রকল্পের অধীনে ৫৫ লাখ টাকা ব্যয়ে ওই পুকুর সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। অভিযোগ, পুকুর পরিষ্কারের জন্য যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে, তিনি পুকুর থেকে মাটি তুলে তা বিক্রি করে দিচ্ছে। তাই কাজ বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা। আর এতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ১২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীন্দ্র নাথ বর্মনের দাবি, ঠিকাদারকে বলা হয়েছিল পুকুর থেকে তোলা মাটি ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্কুলের উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য। কিন্তু ঠিকাদার মাটি বিক্রি করে দিচ্ছে।