Sourav Ganguly Records: সৌরভ ‘রেকর্ড’ গাঙ্গুলি
খেলার মাঠে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। সৌরভ গাঙ্গুলির ক্রিকেটিং ক্যারিয়ারে আছে এমন কিছু রেকর্ড যা বহু ক্রিকেটারের স্বপ্ন। একটি রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ। ১৯৯৭এ টরোন্টোয় ইন্দো পাক ফ্রেন্ডশিপ কাপে পরপর ৪ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন সৌরভ।
খেলার মাঠে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। সৌরভ গাঙ্গুলির ক্রিকেটিং ক্যারিয়ারে আছে এমন কিছু রেকর্ড যা বহু ক্রিকেটারের স্বপ্ন। একটি রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ। ১৯৯৭এ টরোন্টোয় ইন্দো পাক ফ্রেন্ডশিপ কাপে পরপর ৪ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন সৌরভ। পাকিস্তানকে দুরমুশ করে ৪-১এ সিরিজ জেতে ভারত। লর্ডসে ডেবিউ টেস্টে ১৯৯৬ এ সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করেন। সৌরভ করেন ১৩১ রানের ঝোড়ো ইনিংস। অধিনায়ক হিসাবে সৌরভ ১৯৫টি ম্যাচে দেশকে নেতৃত্ব দেন। তারমধ্যে ৯৭টি ম্যাচে ভারত জেতে। ক্যারিয়ারে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেলেন সৌরভ। বেহালার বাঁহাতি দুই ফরম্যাটে মোট ১৮,৫৭৫ রান করেন। সম্প্রতি যশস্বী জয়সওয়াল তাঁর ডেবিউ টেস্টে ১৭১ করে সৌরভের রেকর্ড ভাঙেন। যশস্বী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই নতুন রেকর্ড গড়েন। অবসরের পড় সৌরভ প্রথমে সিএবি সভাপতি হন। তারপর সৌরভ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হন। সৌরভের উদ্যোগে প্রথমবার ইডেন গার্ডেন্সে দিন ও রাতের টেস্ট ম্যাচ আয়োজিত হয়।