হঠাৎ উঠল পৌলমীর কথা যা ওঠেনি এতদিন
নিজের সাজানো-গোছানো পড়াশোনার ঘরে হঠাৎ করেই উঠল নানা কথা।
ইউটিউবে তাঁর চ্যানেলের বয়স মাত্র তিন বছর। কিন্তু ফলোয়ার্স সংখ্যা চার লক্ষ চৌষট্টি হাজার। আপাদমস্তক পলিটিক্যাল একজন নারী পৌলমী নাগ। সোজা কথা সোজাসুজি বলতে পছন্দ করেন। তবে আড্ডায় একেবারে অন্য পৌলমী ধরা দিলেন। সিরিয়াস মুখের পৌলমী উধাও। ঠোঁটে দেখা গেল চওড়া হাসি। কাকে দেবেন ইন্টারভিউ। কিংবা তাঁর এই হঠাৎ কথা কীভাবে বল শুরু। হুমকি এসেছে কখনও? কিংবা এত কথা বলার জন্য খেয়েছেন বকা? সব উত্তর দিলেন পৌলমী। নিজের সাজানো-গোছানো পড়াশোনার ঘরে হঠাৎ করেই উঠল নানা কথা। শুনলেন Tv9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী।