AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prasenjit Rituparna Film: আবার একসঙ্গে প্রসেনজিত ও ঋতুপর্ণা

Prasenjit Rituparna Film: আবার একসঙ্গে প্রসেনজিত ও ঋতুপর্ণা

Nandan Paul

|

Updated on: Dec 08, 2023 | 5:14 PM

Share

Bengali Film: আবার জুটি বাঁধছেন প্রসেনজিত-ঋতুপর্ণা, ক্যামেরার পেছনে কৌশিক গঙ্গোপাধ্যায়, এই সিনেমা দুজনের কাছেই স্পেশাল। কেন?

সিনেমায় জুটি আসে জুটি যায়, তবে দশকের পর দশক ধরে কোনও একটা জুটি দর্শকের মনে রাজত্ব করতে পারে, এমন ঘটনা বাংলা ছবিতে প্রায় নেই। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্না সেনগুপ্তের জুটির ক্ষেত্রে এরকমটাই সত্য়ি। দেখতে-দেখতে পঞ্চাশতম ছবি করার পথে এই জুটি। আগামী বছর, ২০২৪ এ মুক্তি পাওয়ার কথা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি ‘অযোগ্য’র।

সিনেমার পর্দায় এই জুটির রসায়ন আজও দর্শকের মনে দাগ কাটে। তাই ইন্ডাস্ট্রির আনাচে-কানাচে যতই এই জুটি নিয়ে নানা ধরনের অভিযোগ বা জল্পনা উঠুক না কেন, শেষ কথা বলবে বক্স অফিসই, অর্থাৎ জনতার রায়ই শেষ। বছরের পর বছর এই কেমিস্ট্রির রহস্য কী, জানতে চাইলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলছেন ‘দর্শকদের ভালবাসা।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ থেকে ‘দৃষ্টিকোণ’ দর্শকের অকৃত্রিম ভালবাসা ও স্নেহ পেয়ে এসেছে এই জুটি। এই ভালবাসায় আপ্লুত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই জুটির নতুন ছবি ‘অযোগ্য’ দর্শকমনে কতটা ঝড় তোলে, সেটা দেখতে এখন অপেক্ষা করতেই হবে।