Dengue: ঘামে বাড়ছে ডেঙ্গুর মশা!
গরমে অনেকেই প্রচুর ঘামেন। ঘামের গন্ধে ডেঙ্গুর মশা কামড় দেবে আপনাকে। কলকাতা পুরসভা পরামর্শ, ডেঙ্গুর হাত থেকে বাঁচতে রোজ বেশিবার করে স্নান করুন। পুরসভা ডেঙ্গু প্রভাব কমাতে অভিযান চালাচ্ছে ১৪৪ ওয়ার্ডে। জমা জল আছে কি না দেখবে পুরসভা। স্বাস্থ্য় বিভাগের কর্মীরা ডেঙ্গু ঠেকাতে কাজ করছেন। দেওয়া হচ্ছে লিফলেট।
গরমে অনেকেই প্রচুর ঘামেন। ঘামের গন্ধে ডেঙ্গুর মশা কামড় দেবে আপনাকে। কলকাতা পুরসভা পরামর্শ, ডেঙ্গুর হাত থেকে বাঁচতে রোজ বেশিবার করে স্নান করুন। পুরসভা ডেঙ্গু প্রভাব কমাতে অভিযান চালাচ্ছে ১৪৪ ওয়ার্ডে। অতীন ঘোষ জানান,সবার বাড়িতে মঙ্গল ও শনিবার করে যাওয়া হচ্ছে। জমা জল আছে কি না দেখবে পুরসভা। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ডেঙ্গু ঠেকাতে কাজ করছেন। দেওয়া হচ্ছে লিফলেট। পুরসভা মানা করেছে তীব্র সুগন্ধী সাবান ব্যবহার করতে। স্ত্রী এডিস ইজিপ্টাই তীব্র সুগন্ধীর দিকে ধেয়ে আসে। এই মশা ডেঙ্গু ছড়ায়। বারবার ঘাম মোছার পরামর্শ পুরসভার। মেয়র ফিরহাদ হাকিম জানান,থানায় পড়ে থাকা বাজেয়াপ্ত গাড়ি থেকে বাড়ছে মশার সংখ্যা। সেই গাড়িগুলোকে নষ্ট করার জন্য পুলিশকে বলা হয়েছে। বিভিন্ন অফিস চত্বর পরিষ্কার রাখার জন্য চিঠি পাঠানো হয়েছে।