Canning News: আবার আক্রান্ত প্রতিবাদী

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Aug 25, 2023 | 7:29 PM

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের ধলিরবাটী এলাকায়।গুরুতর জখম রাজেশ সরদার নামে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি জানিয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই যুবক

প্রতিবাদী এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো পাশের পাড়ার যুবকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের ধলিরবাটী এলাকায়।গুরুতর জখম রাজেশ সরদার নামে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি জানিয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই যুবক।ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।ধলিরবাটি গ্রামের বাসিন্দা রাজেশ সরদার বৃহস্পতিবার রাতে কলে জল আনতে গিয়েছিলেন।অভিযোগ যাতায়াতের রাস্তায় বসে মদ খাওয়ার পাশাপাশি কয়েকজন যুবক জুয়া খেলছিল।প্রকাশ্যে তা না করার কথা বলতেই প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।তার দরুণ প্রতিবাদ করেন রাজেশ। অভিযোগ এরপর মদ্যপ অবস্থায় শঙ্কর হালদাররা চড়াও হয়ে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। তাতেই মাথা ফাটিয়ে দেয়।ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় রাজেশ।পথচলিত লোকজনের নজরে পড়ে ঘটনাটি।তাদের কয়েকজন এগিয়ে আসতে পালিয়ে যায় অভিযুক্ত ওই মদ্যপ যুবকরা ।পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে জখম ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে।