Viral Video: চলন্ত বাইকে পুশআপ, শিউরে ওঠার মত ভিডিয়ো
এক যুবক হাই-স্পিডে বাইক চালাচ্ছেন। বাইকের উপরেই পুশআপ করেছেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো।
বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা দেখলে আপনি শিউরে উঠবেন।ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,এক যুবক হাই-স্পিডে বাইক চালাচ্ছেন।বাইকের উপরেই পুশআপ করেছেন এক যুবক। কিন্তু আবাক ব্য়পার হল তিনি একটুও ভারসাম্য হারাননি,পুশআপ করার সময়।সেই বাইকের পাশাপাশি চলতে থাকা অন্য় এক বাইক চালক এটি ভিডিয়ো করেন।এমন কাজ করতে গিয়ে যদি গাড়িটি যদি ভারসাম্য হারাতো,তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারত। এক টুইটার অ্য়াকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। কজন লিখেছেন,’এদের কাছে জীবনের কোনও দাম নেই’।
Latest Videos