Rachana Banerjee News: গালে চুমু খেয়েছেন রচনা, তাই ধুতে চাইছেন না কে?
Rachana Banerjee: 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে ঘটেছে এক ঘটনা। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে 'ও রচনাদি ও রচনাদি' ডাকতে-ডাকতে কাছে গেলেন অভিনেত্রী আরেশা ভট্টাচার্য। তারপর তাঁর গালে চুমু খেলেন রচনা। তারকা আবেগাপ্লুত। ফস করে বলে ফেলেন, "এই গাল আমি ধোবোই না।"
হাসপাতাল থেকে ছাড়া পেলেন উৎপলেন্দু
২৩ দিন পর অবশেষে বাড়ি ফিরলেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। এদিন শম্ভুনাথ পণ্ডিত হাপাতাল থেকে ছাড়া পেয়ে পরিচালক ফিরলেন রিজেন্ট পার্কের সরকারি আবাসনে। গত ৫ই এপ্রিল বাড়িতে পড়ে গিয়ে কোমরের এবং ডান পায়ের হাড় ভাঙে বর্ষীয়ান পরিচালকের। ছিল বুকে সংক্রমণও। আগের থেকে ভাল আছেন তিনি।
হাসপাতালে অভিনেত্রী চিত্রা সেন
এই গরমে হঠাৎই শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমল বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেনের। তাঁকে ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। এখন কেমন আছেন চিত্রা? জানা গিয়েছে, বেশ কিছু বয়সজনিত সমস্যায় জর্জরিত আছেন চিত্রা। অনেকদিন অভিনয় থেকেও দূরেই আছেন তিনি।
ময়না-সম্রাটের পরিবারে বিপর্যয়
চলে গেলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বাবা। ঘটনায় বাক্যহারা তাঁর স্ত্রী ময়না মুখোপাধ্যায়ও। শ্বশুরের সঙ্গে এক ছবি দিয়ে ময়না লেখেন, “এটা কি করলে? তুমি তো আমার শ্বশুর ছিলে না। আমার বাবাকে ১৩ বছর আগে হারিয়েছি, সেই জায়গাটা তুমি অনেকটা নিয়েছিলে কিন্তু, তাহলে কেন এত তাড়া ছিল তোমার?’
রচনা চুমু খেয়েছে, ‘গাল ধোবো না’
‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে ঘটেছে এক ঘটনা। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে ‘ও রচনাদি ও রচনাদি’ ডাকতে-ডাকতে কাছে গেলেন অভিনেত্রী আরেশা ভট্টাচার্য। তারপর তাঁর গালে চুমু খেলেন রচনা। তারকা আবেগাপ্লুত। ফস করে বলে ফেলেন, “এই গাল আমি ধোবোই না।”
মাধ্যমিকে কম নম্বর, খুশি নন তারকা
২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন সিরিয়াল অভিনেত্রী সুস্মিলি আচার্য। ‘রামপ্রসাদ’ সিরিয়ালে রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিলি। দিনে ১৪ ঘণ্টা পড়ার পরিবর্তে শুটিং করেছেন। পেয়েছেন ৬০ শতাংশ নম্বর। তবে ফার্স্ট ক্লাস পেয়েও খুশি নন অভিনেত্রী। বলেছেন, “আরও ভাল রেজ়াল্ট আশা করেছিলাম আমি।”
আদৃতের প্রাক্তন কে?
আর মাত্র ৬ দিনের অপেক্ষা। আগামী বৃহস্পতিবারই সাত পাকে বাঁধা পড়বেন আদৃত-কৌশাম্বি। জুটির বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু আদৃতের জীবনে কৌশাম্বি প্রথম নারী নন, এর আগে ১০ বছরের পুরোনো প্রেমিকার সঙ্গে বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল আদৃতের। নাম সুপ্রিয়া মন্ডল। যদিও শেষ মুহূর্তে বিয়ে ভাঙে তাঁদের। সুপ্রিয়া এখন অন্য জায়গায় বিয়ে করে সুখে আছেন।
অর্ধনগ্ন হয়ে রাস্তায়!
হলিউডের অন্যতম জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। বরাবরই বেপরোয়া তিনি। পেশাগত জীবনে চূড়ান্ত সফল হলেও ব্রিটনির ব্যক্তিগত জীবন বরাবরই বিতর্কিত। এবার মাঝরাতে অর্ধউলঙ্গ অবস্থায় লস অ্যাঞ্জেলসের হোটেল থেকে বেরতে দেখা গিয়েছে তাঁকে। চোখেমুখে কান্না চাপা অভিব্যক্তি! ব্রিটনির এই ছবি দেখে চিন্তিত ভক্তরা।
‘অনুরাগের ছোঁয়া’তে নেই দিব্যজ্যোতি?
টানা ১১ মাস টিআরপি তালিকায় টপার ছিল ‘অনুরাগের ছোঁয়া’। সেই সিরিয়ালের নায়ক ডঃ সূর্যকে দেখতে পাওয়া যাচ্ছে না পর্দায়। অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। তিনি কি ছেড়ে দিলেন সিরিয়াল? অভিনেতা জানিয়েছেন, এক্কেবারেই না। এই চলতি ট্র্যাকে তাঁকে লাগছে না বলেই তিনি অফ। লাগলে ফের ছুটবেন স্টুডিয়ো পাড়ায়। আপাতত বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা।
কেন তোতলান তৃণা?
কথা বলতে-বলতে তোতলান অভিনেত্রী তৃণা সাহা। এই বিষয়টা নিয়ে চিরটাকালই বুলিড হয়েছেন অভিনেত্রী। তোতলা তকমা জুটেছে স্কুল জীবনেই। তৃণা বলেছেন, “এই তোতলামির কোনও নির্দিষ্ট কারণ নেই। তবে এর জন্য টিটকিরি শুনেছি অনেক। থেরাপি করিয়ে অনেকটা কমেছে তোতলামি।”