Rahul Dravid, IPL 2025, SRH vs RR: ফ্র্যাঞ্চাইজি ‘বিশ্বকাপ’ ট্রফিও আসবে? অপেক্ষায় দ্য ওয়াল
Rahul Dravid: আজ আইপিএলে অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস। ট্রফির মিশন শুরু হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়েরও। ওই যে মিস্টার ডিপেন্ডেবল তকমা এবং দায়বদ্ধতা...।
দায়বদ্ধতা…। রাহুল দ্রাবিড়কে নিয়ে প্রথম এই কথাটাই মনে পড়ে। ক্রিকেট জীবনেই হোক বা কোচিং। টিম ইন্ডিয়ায় মিস্টার ডিপেন্ডেবল হিসেবেই পরিচিত ছিলেন। ক্রাইসিসের মুহূর্তে যিনি ত্রাতা হয়ে দাঁড়াতেন। কখনও ব্যাটার, কখনও ক্যাপ্টেন, কিপার। আবার কখনও তিনি একাই সব। বিশ্ব ক্রিকেট তাঁকে চেনেন দ্য ওয়াল নামেও। গত বছর অবধিও একটা আক্ষেপ তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে পূরণ হয়েছে। এ বার কি ফ্র্যাঞ্চাইজি লিগের ‘বিশ্বকাপ’ও আসবে? রয়্যালস কোচ এমন রাজকীয় মুহূর্তেরই মিশনে।
শুরুতেই একটা কথা বলা হয়েছিল…। দায়বদ্ধতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে কামব্যাক হয়েছে রাহুল দ্রাবিড়ের। কিন্তু টিমের অভিযান শুরুর আগেই বড় রকমের অস্বস্তি। কয়েক সপ্তাহ আগে ছেলের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচে নেমে পড়েছিলেন রাহুল দ্রাবিড়। গুরুতর চোট লাগে। পায়ে ব্যান্ডেজ নিয়েই কোচিংয়ে নেমে পড়েছেন রাজস্থান রয়্যালসের হেডস্যার। গল্ফ কার্টে মাঠে প্রবেশ…কখনও ক্রাচ হাতেই কোচিংয়ে। অনলাইন কোচিং তাঁর পছন্দ নয়। মাঠেই সাবলীল। সেটাই করে যাচ্ছেন। আজ আইপিএলে অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস। ট্রফির মিশন শুরু হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়েরও।
ওই যে মিস্টার ডিপেন্ডেবল তকমা এবং দায়বদ্ধতা…।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

