Railway Facilities For Senior Citizen: প্রবীণ নাগরিকরা ট্রেনে পাবেন এই সুবিধা
Railway Facilities For Senior Citizen: রেলের নিয়মে মহিলা প্রবীণ নাগরিক ও গর্ভবতীদের জন্য স্লিপারে ৬টি নিচের বার্থ সংরক্ষিত। এসি ৩ টেয়ারের প্রতিটি কোচে ৪ থেকে ৫টি নিচের আসন সংরক্ষিত থাকে। অসুস্থ প্রবীণ নাগরিকরা তাড়াতাড়ি টিকিট সংরক্ষণ পান।
ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের বেশ কিছু সুবিধা দেয়। প্রবীণ নাগরিকদের নিচের বার্থে যাত্রা করার সুযোগ দেয় ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রীর মতে, প্রবীণ নাগরিকরা নিশ্চিত নিচের বার্থ পান। ৪৫ এর বেশি বয়সী মহিলা নিচের বার্থ নির্বাচন না করলেও নিচের বার্থ পান। রেলের নিয়মে মহিলা প্রবীণ নাগরিক ও গর্ভবতীদের জন্য স্লিপারে ৬টি নিচের বার্থ সংরক্ষিত।
এসি ৩ টেয়ারের প্রতিটি কোচে ৪ থেকে ৫টি নিচের আসন সংরক্ষিত থাকে। এসি ৩ টেয়ারের প্রতিটি কোচে ৩ টি থেকে ৪ টি নিচের বার্থ সংরক্ষিত থাকে। প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তি উপরের বার্থ পেলে যাত্রা শুরুর আগে টিটিইকে নিচের বার্থের অনুরোধ করতে পারেন। নিচের বার্থ খালি থাকলে টিটিই তাঁদের নিচের বার্থ বরাদ্দ করবেন।
বেশিরভাগ রেলস্টেশনে প্রবীণ নাগরিকদের জন্য হুইলচেয়ার থাকে। স্টেশন ম্যানেজারের কাছে অনুরোধ করলে হুইলচেয়ার পাওয়া যায়। এর জন্য পোর্টারকে টাকা দিতে হয়। আইআরসিটিসির ওয়েবসাইটেও হুইলচেয়ার বুক করা যায়। অসুস্থ প্রবীণ নাগরিকরা তাড়াতাড়ি টিকিট সংরক্ষণ পান।