Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজের কথায়, 'পাঁচ বছর এই দায়িত্বে ছিলাম। আমার মনে হয় এ বার দায়িত্ব অন্য কারও পাওয়া উচিৎ।'

রাজের কথায়, ‘পাঁচ বছর এই দায়িত্বে ছিলাম। আমার মনে হয় এ বার দায়িত্ব অন্য কারও পাওয়া উচিৎ।’

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 21, 2024 | 12:05 AM

গত পাঁচ ধরে কিফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন রাজ চক্রবর্তী। তবে আর সেই দায়িত্ব নিতে চান না তিনি। চান চেয়ারম্যানের পদে অন্য কেউ আসুন। তাঁর সেই অনুরোধ মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত বড় পদ, কেন হঠাৎ তা ছাড়ার সিদ্ধান্ত রাজের?

মিমিকে আদর করল কে?
সপ্তাহান্তের পরিকল্পনা শেয়ার করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পোষ্য সারমেয়দের নিয়ে শনি-রবিবারটা কাটাবেন তিনি। দারুণ ভাল আছেন অভিনেত্রী। তাঁর পোস্ট করা ছবি ও ভিডিয়োতে ভালবাসার বন্যা যেন!

কাদের ভালবাসা ইমনের?
কিছু ভোলেন না গায়িকা ইমন চক্রবর্তী। ভোলেন না সেই সব মানুষকে যাঁরা পরিশ্রম করে ইমনকে সাজিয়ে তোলেন। তাঁর রূপসজ্জা, কেশসজ্জা, পোশাক শিল্পীদের জন্য আবেগঘন পোস্ট করেছেন ইমন। তিনি লিখেছেন, “তোমাদের সকলকে আমি ভীষণ ভালবাসি।”

অপ্রস্তুত সলমন
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, করণ জোহরকে প্রশ্ন করছেন সলমন খান, “তুমি যদি কোনও অভিনেত্রী হতে চাও, তা হলে তিনি কে হবেন।” করণের উত্তর, “ঐশ্বর্য রাই বচ্চন”। কারণ জানতে চাওয়ায় করণ বলেন, “আপনি জিজ্ঞেস করছেন কেন ঐশ্বর্য, আপনি!” কেন না জানেন, সলমন-ঐশ্বর্যর প্রেমের সম্পর্কের কথা। ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনরা প্রমাণ করলেন এই চর্চা থামার নয়।

অর্জুনের ইঙ্গিতবাহী পোস্ট
বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছে মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের ব্রেকআপের গুঞ্জন। এবার অর্জুনকে সোশাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছাও জানাননি অর্জুন। এবার একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছেন অর্জুনও। ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে অর্জুন লিখেছেন, “পজ়িটিভ থাকা মানে সব ঠিক আছে এমনটা নয়।”

এই নিয়ে ঝগড়া করিনা-সইফের
বি-টাউনের কুল কাপলের তকমা পেয়েছেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। অনেকে জেনে অবাক হচ্ছেন যে তাঁদের মধ্যেও ঝগড়া হয়। করিনা জানিয়েছেন, সময় নিয়ে তাঁর এবং সইফের মধ্যে ঝামেলা হয়। মান-অভিমানের পালা চলে।

হার্দিকে মজেছেন জনপ্রিয় বাঙালি নায়িকা! ‘
নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়া। নেটিজেনরা চাইছেন আবারও নতুন করে শুরু করুণ ক্রিকেটার। এরই মধ্যে অভিনেত্রীর ঋত্বিকঅ্যা সেন হার্দিকের রূপে ঘায়েল। খোলা গায়ের ছবি দেখে লিখলেন, ‘আমার টাইমলাইনটি আশীর্বাদধন্য হয়ে গিয়েছে।”
একসঙ্গে মনামী-শুভাশিষ
রাজু মজুমদারের প্রথম ছবি ‘ফণীবাবু যুগ যুগ জিও’তে জুটি বাঁধতে চলেছেন শুভাশিস-মনামী। পর্দায় তাঁরা স্বামী-স্ত্রী। আদ্যন্ত কমেডি ঘরানার এই ছবির খবর ছড়িয়েছে টলিউডে। দু’জনের বয়সের ফারাক বিস্তর? স্বামী-স্ত্রীর চরিত্রে মানাবে তো?

টলিপাড়ায় ফের বিচ্ছেদ জল্পনা
টলিপাড়ায় ফের বিচ্ছেদের জল্পনা। সম্প্রতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। সেনগুপ্ত পদবী ও যিশুর সঙ্গে সমস্ত ছবি সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন নীলাঞ্জনা। এই জল্পনার মাঝেই শোনা যাচ্ছে, টলিপাড়ার আর এক ‘পাওয়ার কাপল’-এর মধ্যে বেড়েছে দূরত্ব। বিবাহবিচ্ছেদ অবধি জল না গড়ালেও, সম্পর্কে নাকি ফাটল ধরেছে তাঁদের।

পদ ছাড়ছেন রাজ!

গত পাঁচ ধরে কিফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন রাজ চক্রবর্তী। তবে আর সেই দায়িত্ব নিতে চান না তিনি। চান চেয়ারম্যানের পদে অন্য কেউ আসুন। তাঁর সেই অনুরোধ মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত বড় পদ, কেন হঠাৎ তা ছাড়ার সিদ্ধান্ত রাজের? তিনি বলেন, “পাঁচ বছর এই দায়িত্বে ছিলাম। আমার মনে হয় এ বার দায়িত্ব অন্য কারও পাওয়া উচিৎ। দিদি অবশেষে রাজি হয়েছেন। সরে যাওয়ার কারণ হিসেবে আমি যা বলেছিলাম তা ওঁর যুক্তিগ্রাহ্য মনে হয়েছে।”