e রাজীব কুমারের যুগ শেষ! - Bengali News | Rajib kumar not DG anymore, new DG piyush pandey, other IPS changes in West Bengal | TV9 Bangla News

রাজীব কুমারের যুগ শেষ!

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 31, 2026 | 1:56 PM

পীযূষ পান্ডে মুখ্য়মন্ত্রীর নিরাপত্তা বা ডিরেক্টর অব সিকিউরিটির পদে ছিলেন।সেখান থেকে সরাসরি রাজ্য পুলিশের দায়িত্ব সামলাতে চলেছেন। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, চন্দননগর কমিশনারেটের প্রথম প্রথম সিপি ছিলেন তিনি। এক সময় কেন্দ্র ডেপুটেশনে গিয়েছিলেন। এসপিজিতেও দীর্ঘদিন দায়িত্বে ছিলেন।

রাজীব কুমারের যুগ শেষ। ৩১ জানুয়ারি, শনিবার তাঁর অবসরগ্রহণের দিন। গত ২৮ জানুয়ারি হয়ে গিয়েছে বিদায় সংবর্ধনা। শুক্রবার ডিজির নাম প্রকাশ করল রাজ্য সরকার। তবে স্থায়ী নয়, এবারও ভারপ্রাপ্ত। রাজ্যের নয়া ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে।

পীযূষ পান্ডে মুখ্য়মন্ত্রীর নিরাপত্তা বা ডিরেক্টর অব সিকিউরিটির পদে ছিলেন।সেখান থেকে সরাসরি রাজ্য পুলিশের দায়িত্ব সামলাতে চলেছেন। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, চন্দননগর কমিশনারেটের প্রথম প্রথম সিপি ছিলেন তিনি। এক সময় কেন্দ্র ডেপুটেশনে গিয়েছিলেন। এসপিজিতেও দীর্ঘদিন দায়িত্বে ছিলেন।