BJP: বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি: রবিশঙ্কর প্রসাদ
কেন্দ্রীয় বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কনট্রাক নিয়েছেন কোনও পুলিশি তদন্ত হতে দেবে না? বাংলায় কোনও সিবিআই, ইডি তদন্ত হতে দেবে না? কারণ, সব জায়গা ওদের সিস্টেমের হাত রয়েছে। আমি আর কী বলব। এর তীব্র নিন্দা করছি। সন্দেশখালি, অনুব্রত মণ্ডল, নারদা কেস, তবে আজ যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি।"
আইপ্যাকে তল্লাশি আর তারপর থেকে উত্তাল রাজ্য রাজনীতি। বক্তব্য রাখছে তৃণমূল। পাল্টা বলছে বিজেপি। কেন্দ্রীয় বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কনট্রাক নিয়েছেন কোনও পুলিশি তদন্ত হতে দেবে না? বাংলায় কোনও সিবিআই, ইডি তদন্ত হতে দেবে না? কারণ, সব জায়গা ওদের সিস্টেমের হাত রয়েছে। আমি আর কী বলব। এর তীব্র নিন্দা করছি। সন্দেশখালি, অনুব্রত মণ্ডল, নারদা কেস, তবে আজ যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি।”