আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়নি তো? দেখে নিন…

|

Jan 06, 2026 | 6:41 PM

Bank Account: ১ জানুয়ারি থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নতুন নিয়ম কার্যকর করেছে। এই নিয়মের অধীনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। মূলত ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সুরক্ষিত এবং স্বচ্ছ করতেই এই নিয়ম চালু করেছে আরবিআই।

১ জানুয়ারি থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নতুন নিয়ম কার্যকর করেছে। এই নিয়মের অধীনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। মূলত ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সুরক্ষিত এবং স্বচ্ছ করতেই এই নিয়ম চালু করেছে আরবিআই। যাতে গ্রাহকদের জমা অর্থ সুরক্ষিত থাকে, তার জন্যই এই উদ্যোগ। আরবিআই যে তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলেছে, তাতে প্রথমেই রয়েছে ডরম্যান্ট অ্যাকাউন্ট। দ্বিতীয় নম্বরেই রয়েছে ইন-অ্যাকটিভ বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। তৃতীয় যে ধরনের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার মুখে, তা হল জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট।

Published on: Jan 06, 2026 06:35 PM