Kanyakumari Pomfret Recipe: কন্যাকুমারী পমফ্রেট কীভাবে বানাবেন?
তামিলনাড়ুর রান্নাবান্নার মধ্যে চেট্টিনাড বিখ্যাত। চেট্টিনাড ছাড়াও অন্য তামিল রান্নাও বেশ সুস্বাদু। কন্যাকুমারীর রন্ধনশৈলীও বেশ বিখ্যাত। কন্যাকুমারীর রান্নায় টক, মশলা, ঝাল ও নারকেল বেশি থাকে। কন্যাকুমারী স্টাইল পমফ্রেট মাছের রেসিপি খুব একটা শক্ত নয়।
তামিলনাড়ুর রান্নাবান্নার মধ্যে চেট্টিনাড বিখ্যাত। চেট্টিনাড ছাড়াও অন্য তামিল রান্নাও বেশ সুস্বাদু। কন্যাকুমারীর রন্ধনশৈলীও বেশ বিখ্যাত। কন্যাকুমারীর রান্নায় টক, মশলা, ঝাল ও নারকেল বেশি থাকে। কন্যাকুমারী স্টাইল পমফ্রেট মাছের রেসিপি খুব একটা শক্ত নয়। পমফ্রেট ধুয়ে নুন, হলুদ ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করুন। নারকেল করা, টমেটো, কাশ্মীরি লঙ্কা,ধনে,হলুদ ও গোল মরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে পেস্ট বানান। ওই পেস্টে পেঁয়াজ কুঁচি ও নারকেলের দুধ দিয়ে মিহি পেস্ট করুন। কড়াইয়ে অল্প তেল গরম করে তাতে কারিপাতা ফোড়ন দিন। তারপর ঢালুন নারকেল ও মশলার পেস্ট। ভাল করে নাড়তে থাকুন। মিশ্রণ ঘন হলে তাতে মেশান তেঁতুলের ক্বাথ। ফুটতে দিন কিছুক্ষণ। যখন দেখবেন মশলা তেল ছাড়ছে তখন পমফ্রেট মাছ তাতে দিন। ৫ মিনিট ফুটিয়ে আঁচ বন্ধ করুন। সাদা ভাতের সঙ্গে অনবদ্য এই টক ঝাল পমফ্রেট।