Relationship of Dolphins: ডলফিনের সম্পর্ক হার মানাবে মানুষকেও

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Feb 13, 2023 | 4:47 PM

Scientists: বিজ্ঞানীদের মতে ডলফিন অনেকটা মানুষের মতোই মনের ভাব প্রকাশ করে। এমনকি প্রেম নিবেদনও করে, বিপদে পড়লে বন্ধুকে সংকেতও পাঠায়। এদের প্রতিটি আচরণেই কোনও না কোনও রহস্য রয়েছে। এ নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা নতুন রহস্য ভেদ করলেন।

বিজ্ঞানীদের মতে ডলফিন অনেকটা মানুষের মতোই মনের ভাব প্রকাশ করে। এমনকি প্রেম নিবেদনও করে, বিপদে পড়লে বন্ধুকে সংকেতও পাঠায়। এদের প্রতিটি আচরণেই কোনও না কোনও রহস্য রয়েছে। এ নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা নতুন রহস্য ভেদ করলেন। ইউনিভার্সিটি অফ নর্থ ফ্লোরিডার বিজ্ঞানীদের বিস্ফোরক তথ্য। দু’টি পুরুষ ডলফিন অন্তত ১৫ বছর একসঙ্গে থাকে। নর্থ ফ্লোরিডার জীববিজ্ঞানীদের গবেষণায় আবিষ্কৃত ডলফিনরা দীর্ঘমেয়াদী জুটিতে বিশ্বাসী। একে অপরের ‘উইংম্যান’ হিসাবে কাজ করে। বিজ্ঞানীরা এই আচরণকে ‘ডলফিন ব্রোম্যানেস’ বলছেন। একটি স্ত্রী ডলফিন যাতে অন্য পুরুষ ডলফিনের সঙ্গে মিলনে আবদ্ধ না হতে পারে তার জন্যই এই আচরণ। এই দুই পুরুষ ডলফিন পরস্পরকে সাহায্য করে। এই দুই পুরুষের বন্ধন খুব নিবিড়, বিজ্ঞানের ভাষায় ‘হোমোসোশ্যাল’। অধ্যাপক ড. কুইন্সি গিবসন বলছেন ‘এতদিন নামানুষী কোনও প্রাণীতে এমনটা দেখা যায়নি, সত্যিই এটি বড় আবিষ্কার’। বটলনোজ ডলফিনের উপর গবেষণা করে এই তথ্য পাওয়া গেছে। বটলনোজ ডলফিন অবিশ্বাস্য বুদ্ধিমত্তার জন্য বিশেষ পরিচিত। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, এই ধরনের ডলফিনের ব্য়বহার অনেকটা মানুষের মতো। বিজ্ঞানীরা সেই কারণে এদের বেছে নেন গবেষণার জন্য়।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla