Jio Motive: গাড়ি চুরি আটকাবে ছোট্ট যন্ত্র

| Edited By: Tapasi Dutta

Nov 26, 2023 | 5:32 PM

জিও রিলায়েন্স বাজারে এনেছে জিও মোটিভ। শুধু গাড়ি চুরির ভয় ও শঙ্কাই দূর করবে না এই ডিভাইস। কোন পথে চলেছে গাড়ি তাও দেখাবে। গাড়ি অন্য কাউকে দিলে নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা যাবে গাড়ির গতিপথ। সেই সীমার বাইরে গেলেই অ্যালার্ট বাজবে ফোনে। সক্রিয় হয়ে যাবে জিও-ফেন্স সিস্টেম।

জিও রিলায়েন্স বাজারে এনেছে জিও মোটিভ। শুধু গাড়ি চুরির ভয় ও শঙ্কাই দূর করবে না এই ডিভাইস। কোন পথে চলেছে গাড়ি তাও দেখাবে। গাড়ি অন্য কাউকে দিলে নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা যাবে গাড়ির গতিপথ। সেই সীমার বাইরে গেলেই অ্যালার্ট বাজবে ফোনে। সক্রিয় হয়ে যাবে জিও-ফেন্স সিস্টেম। গাড়ির অন-বোর্ড ডায়াগনস্টিকের সঙ্গে যুক্ত থাকবে জিও মোটিভ।

গাড়ির স্টিয়ারিং হুইলের ঠিক তলায় থাকবে এই ওবিডি। ফলে গাড়ির সব তথ্য পাবেন ইউজার। গাড়ির সঠিক অবস্থান রিয়েল টাইম ট্র্যাক করবে জিও মোটিভ। 4G জিপিএস ট্র্যাকিং তথ্য যাবে গাড়ির মালিকের সেলফোনে। গাড়ির স্বাস্থ্য সম্পর্কেও জানাবে জিও মোটিভ। চালক কীভাবে গাড়ি চালাচ্ছেন তাও জানাবে এই ডিভাইস। জিও সিমের সঙ্গে যুক্ত এই ডিভাইস। এর দাম ৪,৯৯৯ টাকা। প্রথম বছর ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে জিও। পরের বছর থেকে এই সাবস্ক্রিপশন ফি ৫৯৯ টাকা।