RBI on 2000 Rupee Note: আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন…
2000 Rupee Note: সংবাদমাধ্যম সূত্রে খবর, বাজার থেকে তুলে নেওয়া হলেও ২০০০ টাকার নোট এখনও বৈধ। এখনও আরবিআইয়ের যে কোনও অফিসে গিয়ে বদলে নেওয়া যাবে এই নোট।
২০১৬ সালে বিমুদ্রাকরণ দেখেছিল ভারতের অর্থনীতি। তারপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু দেশের বিভিন্ন ব্যাঙ্কে পৌঁছে গিয়েছিল নয়া ৫০০ ও ২০০০ টাকার নোট। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক সেই ২০০০ টাকার নোটও বন্ধ করে দেওয়ার ঘোষণা করে ও ধীরে ধীরে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিতে থাকে।
২০২৩ সালের ১৯ মে রিজার্ভ ব্যাঙ্কের নয়া ২০০০ টাকার নোট বন্ধের ঘোষণার পর তারা অক্টোবরের ৯ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল। যে সময়ের মধ্যে পুরনো সব ২০০০ টাকার নোট ব্যাঙ্কে গিয়ে বদলে নেওয়া যেত। আর সেই সময় পেরিয়ে যাওয়ার পরও গোটা দেশে রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিসে এই নোট পালটে নেওয়ার সুবিধা দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যম সূত্রে খবর, বাজার থেকে তুলে নেওয়া হলেও ২০০০ টাকার নোট এখনও বৈধ। এখনও আরবিআইয়ের যে কোনও অফিসে গিয়ে বদলে নেওয়া যাবে এই নোট।