Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richest Cricketer of India: ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার

Richest Cricketer of India: ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 15, 2023 | 6:11 PM

ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার কে? ধোনি, সচিন, বিরাট নন দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার অন্য কেউ । তাঁর সম্পত্তি ২০,০০০ কোটি টাকা। তিনি সমরজিৎ সিং গায়কোয়াড। জাতীয় দলে না খেললেও খেলেছেন রঞ্জি ট্রফি। প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের একজন।

ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার কে? ধোনি, সচিন, বিরাট নন দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার অন্য কেউ । তাঁর সম্পত্তি ২০,০০০ কোটি টাকা। তিনি সমরজিৎ সিং গায়কোয়াড। জাতীয় দলে না খেললেও খেলেছেন রঞ্জি ট্রফি। প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের একজন। ১৯৬৭র ২৫ এপ্রিল বরোদা রাজ পরিবারে জন্মান। বাবা প্রতাপসিং গায়কোয়াড়। মা শুভাঙ্গিনীরাজে। পরিবারের একমাত্র সন্তান সমরজিৎ সিং গায়কোয়াড়। দুন স্কুলে পড়ার সময়ে ক্রিকেট খেলা শুরু। ছিলেন স্কুল ফুটবল দলের ক্যাপ্টেন। সমরজিৎ সিং গায়কোয়াড ১৯৮৭ থেকে ১৯৮৯ খেলেন রঞ্জি ট্রফি। ৬ ম্যাচে স্কোর ১১৬ রান। সর্বোচ্চ রান ৬৫। এখন বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে যুক্ত সমরজিৎ সিং গায়কোয়াড। ২০১২এ তাঁর বাবার মৃত্যুর পর তাঁর রাজ্যাভিষেক হয়। ৬০০ একর জমির মালিক এই প্রাক্তন ক্রিকেটার। মহারাজা ফতেহ সিং প্যালেস ও মিউজিয়াম আর মোতি বাগ স্টেডিয়াম তাঁর রাজত্বে। তাঁর সংগ্রহে আছে রাজা রবি বর্মার আঁকা কয়েকটা ছবি। হিরে,সোনা, রুপো, জহরতের গহনার বিপুল সম্ভার। সমরজিৎ সিং গায়কোয়াড বেনারস ও গুজরাটের ১৭টি মন্দিরের ট্রাস্টি। ২০০২এ বিকানের রাজ পরিবারের মেয়ে রাধিকারাজেকে বিবাহ করেন সমরজিৎ সিং। তাঁদের আছে দুই কন্যা সন্তান।