Rolls Royce Of Shah Rukh Khan: শাহরুখের গাড়িতে এত এয়ারব্যাগ!
শাহরুখ খানের Rolls Royce Cullinan গাড়িতে কি কি আছে জানেন? গাড়ির সিলিংয়ে আছে এয়ারব্যাগ। এই এয়ারব্যাগ থাকার জন্য কোনও দুর্ঘটনায় মাথায় আঘাত লাগবে না। হাঁটুকে আঘাত থেকে বাঁচাতে সেখানেও আছে এয়ারব্যাগ।
শাহরুখ খানের Rolls Royce Cullinan গাড়িতে কি কি আছে জানেন? গাড়ির সিলিংয়ে আছে এয়ারব্যাগ। এই এয়ারব্যাগ থাকার জন্য কোনও দুর্ঘটনায় মাথায় আঘাত লাগবে না। হাঁটুকে আঘাত থেকে বাঁচাতে সেখানেও আছে এয়ারব্যাগ। এই গাড়িটি যেকোনও দুর্ঘটনাতে অক্ষত থাকবে। এমনকি গাড়ির সাইডেও এয়ারব্যাগ আছে। এই গাড়িটির দাম প্রায় ১০ কোটি টাকা। Rolls Royce Cullinan গাড়িটিতে আছে অ্যান্টি-লক ব্রেকিং। এছাড়ও স্টেবিলিটি কন্ট্রোল আছে । কোনও ভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হরিয়ে ফেললে এই স্টেবিলিটি কন্ট্রোল চালু হয়ে যাবে। তখন গাড়ির গতি কমিয়ে দেয়। শাহরুখের এই গাড়িতে আছে প্রিটেনশনার্স বৈশিষ্ট্য। কোনও দুর্ঘটনা ঘটলে, গাড়ির সিটবেল্ট শক্ত থাকে। এছাড়াও এই গাড়িতে আছে অ্যান্টি হুইপল্যাশ ফিচার। শাহরুখের Rolls Royce-এ আছে বিশেষ সিকিউরিটি সিস্টেমও।
Latest Videos