Dharmendra And Hema Malini: স্ত্রীর জন্য ভাড়া করেন গোটা হাসপাতাল!

Dharmendra And Hema Malini: স্ত্রীর জন্য ভাড়া করেন গোটা হাসপাতাল!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 15, 2023 | 2:07 PM

ভালবাসার মানুষের জন্য আমরা কত কী না করি। কেউ বানায় রাজপ্রাসাদ কেউ বা কেনেন হিরে। তবে, একটা হাসপাতাল ভাড়া নিয়েছিলেন একজন। এই ঘটনা প্রায় দেখা যায় না। আজ থেকে ৪০ বছর আগে এমন ঘটনা ঘটে। ১৯৮১ -এ এমন কান্ড ঘটিয়ে ছিলেন ধর্মেন্দ্র।

ভালবাসার মানুষের জন্য আমরা কত কী না করি। কেউ বানায় রাজপ্রাসাদ কেউ বা কেনেন হীরে। তবে, একটা হাসপাতাল ভাড়া নিয়েছিলেন একজন। এই ঘটনা প্রায় দেখা যায় না । আজ থেকে ৪০ বছর আগে এমন ঘটনা ঘটে। ১৯৮১ -এ এমন কান্ড ঘটিয়ে ছিলেন ধর্মেন্দ্র। তখন অন্তঃসত্ত্বা ছিলেন হেমা মালিনী। কিন্তু হেমা মালিনীর অন্তঃসত্ত্বার কথা ধর্মেন্দ্র গোপন রাখতে চেয়ে ছিলেন। তাই তিনি একটি পুর হাসপাতাল ভাড়া নিয়েছিলেন। এই ঘটনা ফাঁস করেছেন হামার বন্ধু নীতু কোহলি। তিনি জানান, এষা যখন হেমার কোলে এসেছিল,সেকথা কেউ জানতো না। ওই হাসপাতালে ছিল প্রায় ১০০ টি ঘর। সব ঘরই ছিল হেমার জন্য। স্ত্রীর প্রতি ভালবাসার ছোঁয়া এই ভাবেই প্রকাশ পেল। হেমার আগে ধর্মেন্দ্রর সম্পর্ক ছিল প্রকাশ কউরের সঙ্গে। ধর্মেন্দ্র যখন হেমার প্রেমে পড়েন,তখন তিনি ৪ সন্তানের বাবা । ধর্ম পরিবর্তন করে বিয়ে করে ছিলেন ধর্মেন্দ্র ও হেমা ।