Icon of The Seas: টাইটানিকও 'বাচ্চা' এর কাছে

Icon of The Seas: টাইটানিকও ‘বাচ্চা’ এর কাছে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 15, 2023 | 2:20 PM

বিলাসবহুল জাহাজের কথা বললেই মনে পড়ে টাইটানিকের কথা। আগামী বছরে 'আইকন অফ দ্য সিজ' নামে একটি বিশাল জাহাজ আসছে। এই জাহাজের আকার টাইটানিকের থেকে ১.৫ গুণ বড়। এটি লম্বায় ১ হাজার ২০০ ফুট। 'আইকন অফ দ্য সিজ'- এর ওজন প্রায় ৩ লাখ টন।

বিলাসবহুল জাহাজের কথা বললেই মনে পড়ে টাইটানিকের কথা। আগামী বছরে ‘আইকন অফ দ্য সিজ’ নামে একটি বিশাল জাহাজ আসছে । এই জাহাজের আকার টাইটানিকের থেকে ১.৫ গুণ বড়। এটি লম্বায় ১ হাজার ২০০ ফুট। ‘আইকন অফ দ্য সিজ’- এর ওজন প্রায় ৩ লাখ টন । এই জাহাজে আছে ২০ টি ডেক। ‘আইকন অফ দ্য সিজ’ -এ আছে ২৮ শ্রেণির কেবিন । এখানে ‘ক্যাটাগরি সিক্স’ নামে ‘ওয়াটার পার্ক’ আছে । এই জাহাজে আছে ৭টি সুইমিং পুল। ৫,৬১০ জন যাত্রী এই জাহাজে যাত্রা করতে পারবেন । ক্রু মেম্বার থাকবে ২,৩৫০ জন। ‘মায়ার তুর্কু’ সংস্থা এই জাহাজটি বানিয়েছে। ২২ জুন ট্রায়াল দেওয়া হয় জাহাজটিকে। বিশেষজ্ঞরা ট্রায়ালে বিভিন্ন জিনিস দেখবেন। দ্বিতীয়বার আবার ট্রায়াল করা হবে ২৬ অক্টোবর। প্রথমবার কোথা থেকে এই জাহাজটি ছাড়া হবে তা এখনও জানা যায় নি।