GST in Multiplex: প্রেক্ষাগৃহে এবার সস্তা হবে খাবার

GST in Multiplex: প্রেক্ষাগৃহে এবার সস্তা হবে খাবার

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 15, 2023 | 2:22 PM

মাল্টিপ্লেক্সে গেলে খরচ আকাশছোঁয়া। মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে টিকিটের সঙ্গে খাবারের জন্য অনেকটা খরচ হয়। হালকা পপকর্ন কিন্তু তার ভারি দাম। এর ফলে সিনেমা দেখার আনন্দ অনেকাংশেই মাটি হয়ে যায়। সেই দিনের বদল হতে চলেছে? সিনেমা হলে ৫৫ গ্রাম পপকর্ন ও ৬০০ মিলি জলের জন্য ৮২০ টাকার বিল দেন এক ব্যক্তি।

মাল্টিপ্লেক্সে গেলে খরচ আকাশছোঁয়া। মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে টিকিটের সঙ্গে খাবারের জন্য অনেকটা খরচ হয়। হালকা পপকর্ন কিন্তু তার ভারি দাম। এর ফলে সিনেমা দেখার আনন্দ অনেকাংশেই মাটি হয়ে যায়। সেই দিনের বদল হতে চলেছে? সিনেমা হলে ৫৫ গ্রাম পপকর্ন ও ৬০০ মিলি জলের জন্য ৮২০ টাকার বিল দেন এক ব্যক্তি। সেই বিলের ছবি পোস্ট করে তিনি তুলে ধরেন কত মহার্ঘ্য সিনেমা দেখা। সেই বিলের ছবি ভাইরাল হয় টুইটারে। এবার সিনেমা হলে খাবার দাবারের দামে বড় সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। এর জেরে দাম কমতে চলেছে হলের খাদ্য ও পানীয়ের । ২০১৭ থেকে ১৮% জিএসটি লাগত প্রেক্ষাগৃহের খাবার ও পানীয়ের জন্য। দিল্লিতে আয়োজিত জিএসটি কাউন্সিলের বৈঠকে সেই জিএসটি কমিয়ে ৫% করার সুপারিশ হয়।