Luxurious Train Of Putin: ট্রেনে স্পা, জিম, সিনেমা হল!

Luxurious Train Of Putin: ট্রেনে স্পা, জিম, সিনেমা হল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 15, 2023 | 2:36 PM

রাশিয়ার মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিন ঘোরেন ট্রেনে করে। সেই ট্রেনটিতে কী কী আছে জানেন। সূত্রের খবর, এই ট্রেনে আছে স্পা ও জিম। ট্রেনটিকে সাজাতে খরচ হবে প্রায় ৬৩৭ কোটি টাকা। পুতিন এটির ছাড়পত্রও দিয়েছেন। মনে করা হচ্ছে,এই ট্রেনটিকে নিয়ে যাওয়া হতে পারে কোনও গোপন জায়গায়।

রাশিয়ার মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিন ঘোরেন ট্রেনে করে। সেই ট্রেনটিতে কী কী আছে জানেন। সূত্রের খবর, এই ট্রেনে আছে স্পা ও জিম। পুতিনের জন্য সেই ট্রেনে আছে ঝর্না ও সুগন্ধি ফোম। জানা গিয়েছে এই ঝর্নাটির দাম প্রায় ৪০ কোটি টাকা । এই ট্রেনে প্রেসিডেন্টের স্বাস্থ্যের কথা ভেবে বেশ কিছু জিনিস আছে। ফুসফুসের ভেন্টিলেটর,অ্যান্টি-এজিং মেশিন আছে। সূত্রের খবর,এক কথায় বলা যায় ছোট হাসপাতাল। ট্রেনটিকে সাজাতে খরচ হবে প্রায় ৬৩৭ কোটি টাকা। পুতিন এটির ছাড়পত্রও দিয়েছেন। মনে করা হচ্ছে,এই ট্রেনটিকে নিয়ে যাওয়া হতে পারে কোনও গোপন জায়গায়। ১ টি সিনেমা হলও থাকবে এই ট্রেনে। পুতিনের কামরাতে থাকবে একটি বড় টিভি, ডিভিডি ও ভিএইচএস প্লেয়ার। পুতিন কোথাও গেলে গাড়ির বদলে ট্রেনে কেন যায় জানেন? ক্রেমলিন সূত্রে খবর,এই ট্রেনকে খুঁজে বার করা কঠিন। জানা গিয়েছে, এই ট্রেনটি বুলেট প্রুফ।