Bryan Jonson: যৌবন ফেরাতে এত কিছু!
যৌবন ফেরাতে কত মানুষ কত কী করে। তবে এনার কথা শুনলে অবাক হবেন। ধনকুবের ব্রায়ান জনসনের বয়স এখন ৪৫। তিনি হতে চান ১৮ বছরের তরুণ। বয়স কমাতে ছেলের শরীর থেকে ১ লিটার প্লাজমা নিয়েছেন। ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। প্রতিমাসে করান এমআরআই ও কোলনোস্কোপি। বয়স কমাতে বেলা ১১টায় ডিনার করেন।
যৌবন ফেরাতে কত মানুষ কত কী করে। তবে এনার কথা শুনলে অবাক হবেন। ধনকুবের ব্রায়ান জনসনের বয়স এখন ৪৫। তিনি হতে চান ১৮ বছরের তরুণ। বয়স কমাতে ছেলের শরীর থেকে ১ লিটার প্লাজমা নিয়েছেন। ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। তারপর নেন ২৪ রকমের ফুড সাপ্লিমেন্ট। এরপর ১ ঘণ্টা ওয়ার্ক আউট করে কোলাজেন ও ক্রিয়েটিন পেপটাইড গ্রিন জুস পান করেন। প্রতিমাসে করান এমআরআই ও কোলনোস্কোপি। সপ্তাহে ৩ দিন হার্ড ওয়ার্ক আউট। বয়স কমাতে বেলা ১১টায় ডিনার করেন। খান পুরোপুরি নিরামিষ। ঘড়ি ধরে ঘুমোতে যান। ঘুমনোর আগে পরেন নীল চশমা। করেন টাইম রেস্ট্রিকটেড ইটিং। সারাদিনে ১,৯৭৭ ক্যালোরির বেশি খাবার খান না। সব খাবার খান সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে । দাঁতের যত্ন নেন টি ট্রি অয়েল আর অ্যান্টি অক্সিডেন্ট জেল দিয়ে।
Latest Videos