Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!

সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 18, 2025 | 11:25 AM

Ola Electric: রোসমের্তা ডিজিটাল এনসিএলটি বা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুন্যালের কাছে ওলাকে দেউলিয়া ঘোষণা করার আবেদন করে।

ওলা ইলেকট্রিক টেকনোলজিসকে দেউলিয়া ঘোষণা করার আবেদন করল রোসমের্তা ডিজিটাল। ওলা ইলেকট্রিক টেকনোলজিস হল ওলা ইলেকট্রিকের অধীনস্ত একটি সংস্থা। অন্যদিকে, রোসমের্তা ডিজিটাল হল রোসমের্তা টেকনোলজিস লিমিটেডের অধীনস্ত সংস্থা। এরা সাধারণ ডিজিটাল পরিষেবা ও যানবাহন ও তার যন্ত্রাংশের জন্য বিশেষ ডিজিটাল পরিষেবা দিয়ে থাকে। রোসমের্তা ডিজিটাল এনসিএলটি বা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুন্যালের কাছে ওলাকে দেউলিয়া ঘোষণা করার আবেদন করে।

ওলা আশা করছে আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার পরিচালন খরচ সংস্থার কর পূর্ববর্তী আয়ের সঙ্গে একই জায়গায় আসবে। ওলা জানিয়েছে তারা রোসমের্তা ডিজিটালের এই দেউলিয়া ঘোষণা করার যে দাবি তার বিরোধিতা করছে। এই বিষয়ে উপযুক্ত আইনি পরামর্শও চেয়েছে তারা। “সংস্থা তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করবে”, জানিয়েছে ওলা ইলেকট্রিক।